ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ২৩ মে ২০২০ | আপডেট: ১৬:৩০, ২৩ মে ২০২০

Ekushey Television Ltd.

মোংলায় করোনায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এই কার্যক্রমের আওতায় শনিবার (২৩ মে) সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ তিন হাজার শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত থেকে তাদের খাদ্য সহায়তা প্রদান করেন। 

এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, বন্দর ব্যবহারকারী এম এ বাতেন, এস এম মোস্তাক হোসেন মিঠু, এইচ এম দুলাল, কামরুজ্জামান জসিম, মশউর রহামান এবং মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু উপস্থিত ছিলেন। 

এর আগে এদিন সকালে স্থায়ী বন্দর এলাকায় যমুনা এলপি গ্যাসের পক্ষ থেকেও ত্রান সহায়তা দেয়া হয় কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে। এছাড়া উপজেলার ইমাম ও মুয়াজ্জিানদের খাদ্য ও বস্ত্র দেয় স্থানীয় আ’লীগ।  

কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি