ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে করোনার উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৫৮, ২৩ মে ২০২০ | আপডেট: ১৮:২১, ২৩ মে ২০২০

জয়পুরহটের সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ছিটহরিপুর (দেবরাইল ) গ্রামে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শুক্রবার রাতে আলম হোসেন (৪২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। আলম ওই গ্রামের আবু জাফরের ছেলে। 

ভাদসা ইউপি চেয়ারমান স্বাধীন সরোয়ার স্থানীয়দের বরাত দিয়ে জানান, আলম শরিফুল হাজির ইটভাটায় শ্রমিকের কাজ করত। ১৫ দিন থেকে হাঁপানী, শ্বাসকষ্ট,গলাব্যথা ও জ্বরে ভুগছিলেন। গত তিনদিন আগে পার্শ্ববর্তী জেলার ধামুইরহাটে উপজেলার একটি ক্লিনিকে গিয়ে পরীক্ষা করেছিলেন। ওখানকার চিকিৎসক তাকে এ্যাজমা রোগের কথা বলেছিল। এরপর শুক্রবার রাতে আলম মারা যান। 

এ ব্যাপারে জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ তুলসী রায় জানান, খবর পেয়ে শনিবার সকালে স্বাস্থ্য বিভাগের দল গিয়ে মরদেহ ও তার পরিবারের সকলের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছে এবং দীর্ঘদিন থেকে সে শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন বলেও জানান তিনি। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি