ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আম্পানের আঘাতে বেনাপোলে আহত যুবকের মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৯, ২৩ মে ২০২০

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে ঘরে চাপা পড়ে গুরুতর আহত শাহিন আলী (২৭) নামে এক রং মিস্ত্রি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। শনিবার (২৩ মে) দুপুর দেড়টায় তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

নিহত শাহিন আলী বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের শাহেব আলী ছেলে। এ নিয়ে সাইক্লোন আম্পানের তান্ডবে গাছ ও দেয়াল চাপা পড়ে শার্শা-বেনাপোলে ৫ জনের মৃত্যু হল। 

নিহত ব্যক্তির বড় ভাই কামাল হোসেন বলেন, গত বুধবার (২০ মে) আম্পানের ঘূর্ণিঝড়ে ঘরের দেয়াল ভেঙে আমার ছোট ভাই চাপা পড়ে। এতে তার ঘাড়ে ও বুকে গুরুতর আঘাত পায়। পরদিন বৃহস্পতিবার (২১ মে) সকালে তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন। কিন্তু ঢাকায় নেওয়ার সামর্থ্য না থাকায় সে বাড়িতে চিকিৎসাধীন ছিলো। শনিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। একদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়েছে তাদের পরিবার।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি