ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গফরগাঁও সমিতি ঢাকার ঈদ উপহার হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩১, ২৪ মে ২০২০

বৈশ্বিক মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ত্রাণ সহায়তা দিচ্ছে ঢাকাস্থ গফরগাঁও সমিতি। 

এ লক্ষ্যে রোববার (২৩ মে) ময়মনসিংহ- ১০ আসনের (গফরগাঁও) সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল সাহেবের কাছে ঈদ উপহার সামগ্রী হস্তান্তর করা হয়েছে। 

সমিতির সভাপতি ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য কামাল উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) মো ফসিউল্লাহর পক্ষে সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মহিউদ্দিন খান মানিক এক হাজার প্যাকেট এ ঈদ উপহার সামগ্রী  হস্তান্তর  করেন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি