ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালের অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ২৪ মে ২০২০

বরিশাল বিভাগের চার জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ (রবিবার) ঈদ উদযাপিত হচ্ছে। এরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন দীর্ঘদিন থেকে।

এই রীতির অনুসারী মুসল্লীরা জানান, করোনার কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই এবার ঈদের জামাতের আয়োজন করেছেন। 

জানা যায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামে, পটুয়াখালীর ২২ গ্রামে, বরগুনা জেলার আমতলী, পাথরঘাটা, বরগুনা সদর, বেতাগী উপজেলার প্রায় ৫ হাজার মানুষ এবং দ্বীপ জেলা ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার পরিবার আজ ঈদ উদযাপন করছেন। 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামের দুই হাজার মানুষ চট্টগ্রামের চন্দ্রনাইশ শাহসুফি দরবার শরিফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফের অনুসারী। একইভাবে বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদীসহ বেশ কয়েকটি উপজেলার কয়েক হাজার মানুষ বাংলাদেশের চেয়ে একদিন আগে রোজা পালন করেন এবং একদিন আগেই ঈদ পালন করেন।

পটুয়াখালীর ২২টি গ্রামের মধ্যে রয়েছে, গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, বাউফলের রাজনগর, বগা, তাঁতেরকাঠি, মদনপুরা, ধাউরাভাঙ্গা, সুরদি চন্দ্রপাড়া, কনকদিয়া, দিপাশা, শাপলা খালী, আমিরাবাদ, কলাপাড়ার দণি দেবপুর।

এছাড়া বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী এলাকার দুটি মসজিদে অনুষ্ঠিত হবে এই রীতির অনুসারীদের ঈদের জামাত। ওই এলাকার জাহ্গিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। 

এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বলেন, ঈদ জামাতসহ অন্যান্য ধর্মীয় রীতি পালনের প্রস্তুতি নিয়েছেন তারা। তবে করোনার কারণে এবার ঈদের আনন্দ নেই মানুষের মনে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি