ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪৮, ২৪ মে ২০২০

সিরাজগঞ্জে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ রোববার ভোরে শাহজাদপুর উপজেলার কাংলাকান্দিতে এ ঘটনা ঘেটে। নিহত নাজেম উদ্দিন (৬৫) স্থানীয় মৃত খলিলুর রহমানের ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২ রমজান থেকে তুচ্ছ ঘটনা নিয়ে কাংলাকান্দি গ্রামের নজরুল ইসলাম মাষ্টার গ্রুপের সাথে রোউফ গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। ইতিপূর্বে কয়েকদফা হাতাহাতির ঘটনাও ঘটেছে। রোববার ভোরে নজরুল গ্রুপের নাজেম উদ্দিনকে পেয়ে প্রতিপক্ষের লোকজন মারধর করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ওই বৃদ্ধসহ ৬ জন আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক নাজেম উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেয়ার পথে মারা যান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ‘এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে। ঘটনা তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি