বরগুনার ১০টি গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
প্রকাশিত : ১১:৪৫, ২৪ মে ২০২০
সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে বরগুনার ১০টি গ্রামের । আজ রোববার সকাল সাড়ে ৮টায় বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের কাসেম চেয়ারম্যান বাড়ি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বেতাগী উপজেলার চান্দখালী পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের এসআই সালাম জানান, ‘সকাল সাড়ে ৮টায় সামাজিক দূরত্ব বজায় রেখে বকুলতলী গ্রামের কাসেম চেয়ারম্যান বাড়ির মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, কালিরতবক, ধুপতি, গৌরীচন্না, আমতলী উপজেলার কুকুয়া, ঘোচখালী এবং পাথরঘাটা উপজেলার শিংড়াবুনিয়া ও কাকচিড়া গ্রামে ঈদুল-ফিতর উদযাপন করেছে চিশতিয়া কাদেরীয়া সম্প্রদায়ের অনুসারীরা।’
বরগুনা জেলার প্রায় ২শ পরিবার আজ এই ঈদ উদযাপন করছে বলে জানান তিনি।
এআই//
আরও পড়ুন