ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে করোনায় আরও একজনের মৃত্যু  

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৩, ২৪ মে ২০২০

Ekushey Television Ltd.

করোনার সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দিবাগত রাতে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি।

জেলার সফিপুর এলাকায় সপরিবারে থাকতেন ৫০ বছর বয়সী ওই ব্যক্তি। এ নিয়ে জেলায় করোনায় ৪ জনের মৃত্যু হলো। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭৮৮ জনে দাঁড়িয়েছে। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত গাজীপুরে ৮ হাজার ৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২২২ জন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি