ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালের বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৬, ২৪ মে ২০২০

বরিশালের ৬টি উপজেলার বিভিন্ন গ্রামে আজ পবিত্র ঈদ-উল ফিতর উদপান হচ্ছে। জেলার বিভিন্ন গ্রামে বসবাসরত চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরীফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এ ঈদ উদযাপন করে আসছে। 

আজ রোববার বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ২০টি গ্রামের প্রায় ২ হাজার অনুসারীসহ জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জের সুন্দরকাঠী, মহানগরীসহ সদর উপজেলার প্রায় ৫ হাজার অনুসারী প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ঈদ উদযাপন করেছে।

বরিশাল মহানগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়িসহ সদর উপজেলার সাহেবের হাট এলাকায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকার হাজি বাড়ি জামে মসজিদের সভাপতি আমীর হোসেন মিঠু বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।’

বাবুগঞ্জ উপজেলার রহমাতপুর ইউনিয়নের সাতকানিয়া পীরের অনুসারী জাহাঙ্গির সিকদার বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আজ জেলার এসব এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি