ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারে অর্ধ শতাধিক পরিবারের ঈদ উদযাপন  

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ২৪ মে ২০২০

সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদ-উল-ফিতরের নামায পড়লেন জেলার অর্ধ শতাধিক মুসুল্লী। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

করোনা থেকে বিশ্বকে রক্ষার জন্য করা হয় বিশেষ প্রার্থনাও। দোয়া শেষে স্বজনদের মধ্যে ঈদের কুশল বিনিময় ও কোলাকোলিও করেন কিছু মুসল্লি।

আজ রোববার সকাল ৬টায় শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার আঙ্গিনায় ঈদের এ জামাত অনুষ্ঠিত হয়। নামাযে নারী ও পুরুষ অংশ নেয়। নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী।

ইমাম আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী জানান,  ‘তিনি গত ১৫ বছর ধরে ঈদের জামাতে ইমামতি করে আসছি। তবে এবছর করোনার কারণে আশেপাশের মানুষ নিয়ে বাসার আঙ্গিনায় সল্প পরিসরে নামাজ আদায় করেছি। এসময় চলমান করোনার সংকটাবস্থা থেকে স্রষ্টার কাছে পানাহ চাওয়া হয় বলেও জানান আব্দুল মাওফিক।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি