ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে হতদরিদ্রদের মাঝে গ্রেট ওয়ালের নগদ অর্থ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ২৪ মে ২০২০

অসহায় মানুষের কষ্ট লাগবে পাশে দাঁড়িয়েছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ৯টি ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  শুক্রবার (২২ মে ) দুপুরে শহরের বাগবাড়িস্থ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর বাসভবনে নগদ ১৮ লাখ টাকা বিতরণ করা হয়।

জানা যায়, চন্দ্রগঞ্জ, দত্তপাড়া, মান্দারী, হাজিরপাড়া, কুশাখালী, দিঘলী, চরশাহী, বশিকপুর ও উত্তরজয়পুর ইউনিয়নের প্রায় ২ হাজার পরিবারের মধ্যে এসব নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজের পক্ষে গোলাম রসুল ও জেলা পরিবেশক শহিদুল ইসলাম রিয়াদসহ আরও অনেকে।

উল্লেখ্য, গ্রেট ওয়াল সিরামিক ইন্ড্রাস্ট্রিজ অতীতেও লক্ষ্মীপুরে নানা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানসহ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এবারও করোনা দুর্যোগে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াল প্রতিষ্ঠানটি।
একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি