ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাওনা টাকা চাইতে গিয়ে রহস্যজনক মৃত্যু!

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ২৪ মে ২০২০

নাটোর ম্যাপ

নাটোর ম্যাপ

প্রতিবেশীর বাড়িতে পাওনা টাকা চাইতে গিয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ওই প্রতিবেশীর ছাগলের জন্য কাঁঠালের পাতা পাড়তে গিয়ে মিজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। নিহতের পরিবারের অভিযোগ মিজানকে বিদ্যুতায়িত করে হত্যা করা হয়েছে। 

রোববার (২৪ মে) নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই আজিজুল হক বাদী হয়ে ওই প্রতিবেশী লোকমান হোসেন ঝন্টুর নামে লালপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেছে। 

নিহত মিজান উপজেলার নুরুল্লাপুর গ্রামের বালুঘাট এলাকার মাহাতাব মন্ডলের ছেলে। আটককৃত লোকমান হোসেন ঝন্টু একই এলাকার আসমত সরকারের ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে প্রতিবেশী লোকমান হোসেন ঝন্টুর কাছে কাজ বাবদ পাওনা ৫ হাজার টাকা চাইতে যায় মিজান। এ সময় ঝন্টু তার ছাগলের জন্য মিজানকে কাঁঠাল গাছে উঠে গাছের পাতা পাড়তে বলেন। ঝন্টুর কথায় মিজান কাঁঠাল গাছের পাতা পাড়তে গাছে ওঠে। পাতা পাড়ার সময় গাছের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে মিজানের হাত স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান মারা যায়। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাঠাল গাছের ডালে আটকে থাকা মিজানের মৃতদেহ উদ্ধার করে। 

লালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রুহুল আমিন জানান, নিহত ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে ওই গাছের দুই ডালে আটকে ছিল।

লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মৃতদেহ উদ্ধারপূর্বক নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আজিজুল হক বাদী হয়ে লোকমান হোসেন ঝন্টুর নামে লালপুর থানায় মামলা করেছে। পরে মামলার আসামি ঝন্টুকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি