ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় দুস্থদের খাদ্য ও বস্ত্র দিল সেনাবাহিনী

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৩, ২৪ মে ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লার চান্দিনা ও বুড়িচং উপজেলায় সেনাবাহিনীর ঈদ বাজার থেকে নিরাপদ দূরত্ব নিশ্চিত করে বিনামূল্যে প্রয়োজনীয় খাদ্য ও বস্ত্র নিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেলেন দিনমজুর, রিকসাচালক, গৃহপরিচারিকা, ভিক্ষুক এবং মধ্যবিত্ত শ্রেণি ১ হাজার জন। চান্দিনায় ৫'শ ও নিমসারে ৫'শ অসহায় মানুষ খাদ্য ও বস্ত্র সংগ্রহ করে।
  
রোববার দুপুরে চান্দিনা মহিলা কলেজে কুমিল্লা এরিয়ার ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহাবুব আলম ও নিমসার জুনাব আলী কলেজে ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের  ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো.রেজাউল করিম ঈদ বাজার উদ্বোধন করেন।
 
এসময় আরও উপস্থিত ছিলেন, মেজর সাজ্জাদ, মেজর তায়েফ, ক্যাপ্টেন সাইফুল ইসলাম, ক্যাপ্টেন আবরার ফায়িজ, মেজর  সাইফ,  ক্যাপ্টেন জোবায়ের, ক্যাপ্টেন মো. মুহতাসিম ইশমাম অরন্যসহ আরও অনেকে।

ঈদ বাজার থেকে গ্রাহকরা ঈদের জন্য প্রয়োজনীর মুদিমাল ও কাঁচা বাজার  চাল, সেমাই, চিনি, লবণ, ডাল, ময়দা, টমেটো, শসা, আলু, পেয়াজ, তেল, লালশাক, ঢেড়শ, বেগুন, চালকুমড়াসহ ১৮টি খাদ্য উপকরন,  ঈদের শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট ও ছোটদের জামা-কাপড় সংগ্রহ করে। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি