ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হিলিতে দুটি ব্যাংকের কর্মকর্তাসহ ২৯ জনের নমুনা সংগ্রহ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৩, ২৪ মে ২০২০

দিনাজপুরের হিলিতে সম্প্রতি কৃষি ব্যাংকের শাখা ম্যানেজার করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় ওই ব্যাংকসহ দুটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ২৯ জনের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। 

রোববার তাদের নমুনা সংগ্রহ করেছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তপক্ষ। নমুনা পরিক্ষার জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নাজমুস সাঈদ জানান, সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাকিমপুর শাখা ব্যবস্থাপক করোনা পজিটিভ শনাক্ত হওয়ায়। তার সংস্পর্শে আসা ওই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও একই সাথে আসা অগ্রনী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সাথে তাদের সকলকে হোমকোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এদিকে গত ২০ মে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয় যাদের রিপোর্ট গতকাল এসেছে তাতে সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি