ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হিলিতে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী দিল সেনাবাহিনী

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৯, ২৪ মে ২০২০ | আপডেট: ১৯:৪৯, ২৪ মে ২০২০

দিনাজপুরের হিলিতে নিজেদের নির্ধারিত রেশন সামগ্রী থেকে খানিকটা কম দিয়ে বাঁচানো সেসব রেশন দিয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  

রবিবার দুপুর ১টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে ১৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবারের মাঝে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৪র্থ ইউনিটের ক্যাপ্টেন ইমতিয়াজ আরাফাত তাদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

খাদ্য সহায়তা নিতে আসা প্রতিবন্ধী শিক্ষার্থীর বাবা আতাউর রহমান বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউন চলার কারণে কোন কাজ কর্ম নেই। এতে করে অর্থ সংকটের ছেলে মেয়ে নিয়ে বিপাকের মধ্যে পড়েছি। এমন অবস্থায় সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা পাওয়ায় আমাদের অনেক উপকার হলো। এতে আমি অনেক খুশি হয়েছি আমরা কৃতজ্ঞতা জানাই সেনাবাহিনীকে।

সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৪র্থ ইউনিটের ক্যাপ্টেন ইমতিয়াজ আরাফাত বলেন, তাদের জন্য নির্ধারিত রেশন সামগ্রী থেকে সবাইকে কিছু পরিমাণ রেশন কম দিয়ে বাঁচানো সেসব খাদ্য সামগ্রী করোনা ভাইরাসের ফলে বিপাকে পড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবারের মাঝে বিতরণ করেছি। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, সুজি, আটা, লবন, সেমাই, দুধ।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি