ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ঈদ জামাত পরিচালনাকালে ইমামের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:০০, ২৫ মে ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পরিচালনা কালে ইমাম আইয়ুব আলী (৭০) সিজদারতবস্থায় মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঐ মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত পরিচালনা করছিলেন তিনি।

তিনি গ্রামের  মৃত দেরাজ আলী মুন্সির ছেলে। 

 শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে সভাপতি এ্যাড হাবিবুর রহমান হাবিব জানান, ঈদুল ফিতরের সকাল সাড়ে আটটার নামাজের  ঈমাম ছিলেন আইয়ুব আলী। নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের ২য় সিজদায় গিয়ে হঠাৎ ঢলে পড়েন।  তখনই তার মৃত্যু হয়। 

তিনি উপজেলার নন্দলালাপুর আলিম  মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও এলাকার প্রবীন সমাজ সেবক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি