ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:১৪, ২৫ মে ২০২০

চলমান করোনা সংকট থেকে মুক্তি এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্যদিয়ে বরিশালে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার ৭৫৫টি মসজিদের অধিকাংশতেই একাধিক জামাত অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ ৪টি এবং সর্বনিম্ন ২টি করে জামাত হয়েছে। 

নগরীর চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত হয়েছে সকাল সাড়ে ৭টায়, জামে কসাই মসজিদে ৩টি জামাত। প্রথম জামাত সকাল ৮টায়, বাইতুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৯টায়, স্টিমারঘাট জামে মসজিদ ও পোর্ট রোড কেরামতিয়া মসজিদে প্রথম ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি