ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁওয়ের ৬ গ্রাম

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৭, ২৫ মে ২০২০

রাস্তায় গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল- ছবি একুশে টিভি।

রাস্তায় গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল- ছবি একুশে টিভি।

ঈদের দিনেই ঠাকুরগাঁওয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া, বিরহলী, ভেলাতৈড়, মালাসহ ৬টি গ্রাম, বিপর্যস্ত জনজীবন।

ঈদের দিন সোমবার (২৫ মে) ভোররাতে মাত্র কয়েক মিনিটের এ ঝড়ে ভেঙে পড়েছে শত শত গাছপালা। বিধ্বস্ত হয়েছে অসংখ্য কাঁচা ও আধাপাকা বাড়ি ঘর। ক্ষতিগ্রস্থ হয়েছে বিস্তির্ণ ফসলের মাঠ।

এলাকাবাসী জানায়, মাত্র কয়েক মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় কয়েকটি গ্রাম। রাস্তার পাশের গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায়যান চলাচল। ঝড়ে গাছ উপড়ে পড়ে চাপা পড়ে অনেক বাড়ি ঘর। ক্ষতিগ্রস্থ হয় আম, কাঠাল, লিচুসহ ফসলের ক্ষেত। বাড়ি ঘর ভেঙে যাওয়ায় অনেকে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি