ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে করোনায় প্রথম মৃত্যু, আক্রান্ত আরও ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ২৫ মে ২০২০ | আপডেট: ১৮:৫৬, ২৫ মে ২০২০

সীতাকুণ্ড ম্যাপ

সীতাকুণ্ড ম্যাপ

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। গত রোববার (২৪ মে) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নে করোনার শিকার ওই নারীর বয়স ৭০ বছর। এছাড়া শনাক্ত হয়েছেন আরও পাঁচ জন।

রোববার সকালে করোনার উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়। আর রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার করোনা সংক্রমণ ধরা পড়ে। সীতাকুণ্ডে করোনা সংক্রমণ শুরুর দেড় মাস পর প্রথমবারের মৃত্যুর ঘটনা ঘটল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, ওই নারীর জ্বর ও শ্বাসকষ্ট থাকায় গত শনিবার দুপুরে তার নমুনা সংগ্রহ করা হয়। আর রোববার সকালে তার মৃত্যু হয়। পরে সরকারি স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়। রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলে তিনি করোনা পজিটিভ ছিলেন বলে জানা যায়। 

এছাড়া এদিন উপজেলায় আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি