ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে একদিনেই আক্রান্ত ৫৮

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৪, ২৫ মে ২০২০

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৪৬ জনে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত একদিনে জেলার ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৮ জনের করোনা ধরা পড়ে।

গাজীপুরে এখন পর্যন্ত ৮ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট আক্রান্তদের মধ্যে ৫০৫ জনই মহানগরীর। এছাড়া, বেঁচে ফিরেছেন ২২২ জন। আর মৃত্যু হয়েছে ৪ জনের। 

এআই//এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি