ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বরগুনায় অ্যাম্বুলেন্স থেকে দৌড়ে পালাল করোনা রোগী

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩২, ২৬ মে ২০২০

বরগুনার তালতলীতে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড়ে পালিয়ে গেছে।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা শহরের মালিপাড়ায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, কিছুদিন আগে থেকে তিনি করোনা উপসর্গ নিয়ে কোভিড ১৯ এর টেস্ট করায়। টেস্টে করোনা পজিটিভ আসে। ঢাকা নারায়ণগঞ্জ এ তিনি কাজ করতেন ও ভাড়া বাসায় থাকতেন। করোনা পজিটিভ এর ঘটনা বাড়িওয়ালা জানতে পেরে তাকে ভাড়া বাসায় উঠতে না দিয়ে সামনে তালা মেরে রাখেন। তখন তিনি অ্যাম্বুলেন্স ভাড়া করে তার নিজ বাড়ি উজিরপুর গেলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। এরপর তার আর নিজ এলাকায় জায়গা হয়নি। পরে তিনি অ্যাম্বুলেন্স নিয়ে শ্বশুরবাড়ি চলে আসে। শ্বশুরবাড়ি আসলে রাস্তায় অ্যাম্বুলেন্স থামানো দেখে মানুষ ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে এ দেখে তিনিও দৌড়ে পালিয়ে যান।

তিনি বড়বগী ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা সোরাফ মিস্ত্রির জামাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি