ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ২৬ মে ২০২০

বরিশালে করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) রাত সোয়া ৭টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। ৬২ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি সদল উপজেলার কাশিপুরে। 

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শ্বাসকষ্ট, সর্দি, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে স্বাস্থ্যের অবনতি হলে রাত সেয়া ৭টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে শেবাচিমে ২৩ জনের মৃত্যু হলো। আর ভাইরাসটিতে সরাসরি মৃত্যু হয়েছে ২ জনের। 

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৬৭ জনে দাঁড়িয়েছে।

অপরদিকে, বিভাগের ৪ জেলায় ডাক্তার, পুলিশ ও নার্সসহ ২৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে জানানো হয়েছে। এর মধ্যে বরিশালে ১১, পিরোজপুরে ৭, বরগুনায় ৫ ও পটুয়াখালীতে একজন। এতে করে বিভাগে আক্রান্তের সংখ্যা ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১২৯ জন। যদিও সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১২৮ জন।  

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি