ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মসজিদের ইমাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৯, ২৬ মে ২০২০ | আপডেট: ১৮:০৪, ২৬ মে ২০২০

সুনামগঞ্জ ম্যাপ

সুনামগঞ্জ ম্যাপ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের ইমাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শালিসি ব্যক্তিসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতসহ দুই পক্ষের ১৭ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৫ মে) ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

স্থানীয়রা জানান, সোমবার ঈদের দিন কুবাজপুর গ্রামের মসজিদের ইমাম মাওলানা নাজমুল হাসানকে রাখা না রাখা নিয়ে মসজিদ কমিটির আরাফাত মিয়াসহ গ্রামবাসী ও আলী হোসেনের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ইটপাটকেল ছোড়াছুঁড়ির ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে দিলোয়ার হোসেন, হোসাইন আহমদ, আবদুস সবুর, নুরুল আমিন, রাজু মিয়া, সাইফুল আমিন, আলী হোসেন, আবদুল আহাদ, শিপন মিয়া, জাহিদ হাসান, ফরিদা বেগম, দিলদার মিয়া, মাকবুল মিয়া, আজিজুল ইসলাম, জেসমিন বেগম, আলম মিয়া, রিপন মিয়া, মজনু মিয়া, আবদুল আলী, ছায়াদ মিয়া, সুনু মিয়া, ছয়ফুল আলম, মানিক মিয়া, আবদুল গণি, মকসুদ মিয়াসহ উভয় পক্ষ ও শালিসি ব্যক্তিসহ কমপক্ষে ৩০ জন আহত হন। 

আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়া সংঘর্ষে বাড়িঘর ভাংচুরের ঘটনাও ঘটে। 

খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ, অনিক চন্দ্র দেব, আফছার আহমদ, মনিরুজ্জামান, এএসআই শাহিন চৌধুরী, মুক্তার হোসেন ও শিবলু মজুমদারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আবার সংঘর্ষের আশঙ্কায় আহতসহ উভয় পক্ষের ১৭ জনকে আটক করা হয়েছে বলে থানার এসআই অনুজ কুমার দাশ নিশ্চিত করেন। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি