ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় আরও ২৭ জন করোনা আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১০, ২৬ মে ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় দেবীদ্বার ও চান্দিনায় মৃত্যুবরণ করেছে আরও ২ জন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট প্রাণ গেল ২২ জনের।
 
জেলায় নতুন করে ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৬৭২ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ০১ জন, সিটি কর্পোরেশনে ০৪ জন, চান্দিনায় ১৪ জন, মুরাদনগরে ০৮ জন, লাকসামে ০৫ জন, বরুড়ায় ০২ জন, হোমনায় ০১ জন, মেঘনায় ০১ জন ও দেবীদ্বারে ০১ জন। 

কুমিল্লা জেলা সিভিল সার্জন  ডা. নিয়াতুজ্জামান জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৬৭২ জন আর নতুন করে ০২ জনসহ মৃত্যুবরন করেছেন ২২ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৬৭২ জনের মধ্যে ৯৬ জন সুস্থ্য হয়েছেন। কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ৭৪৫১ জন ও রিপোর্ট পাওয়া গেছে ৬৮৩৭ জনের। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি