ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নৌকাডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৭, ২৬ মে ২০২০ | আপডেট: ১৮:৫৮, ২৬ মে ২০২০

উদ্ধার তৎপরতা ও শিশুসহ দুই লাশ- ছবি একুশে টিভি।

উদ্ধার তৎপরতা ও শিশুসহ দুই লাশ- ছবি একুশে টিভি।

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচর এলাকাস্থ যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় ৩ জনের লাশ ও ৫৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১৬ জন। তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ। 

মৃত ব্যক্তিরা হলো- বেলকুচি উপজেলার গয়নাকান্দি জহির ফকিরের ছেলে পাষাণ ফকির (৬৫), কলাগাছি গ্রামের শামীম হোসেনের ছেলে নাইম (৪) এবং শাহজাদপুরের নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামের ব্যবসায়ী মৃত মজিদ মোল্লার ছেলে শেখ কামাল মোল্লা (৪৫)। 

এ তথ্য নিশ্চিত করে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার দুপুরে এনায়েতপুর ঘাট থেকে ইব্রাহিম মাঝির ইঞ্জিন চালিত একটি নৌকা চৌহালীতে যাবার পথে স্থলচর এলাকায় পৌঁছলে ঝড়ের কবলে পড়ে। ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাটি যমুনায় ডুবে যায়। পরে স্থানীয়রা ৫৪ জনকে জীবিত ও ৩ জনের লাশ উদ্ধার করে। এর মধ্যে ২ জনের লাশ স্থলচর ও আরেক জনের লাশ কুকুরিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে। তবে অধিকাংশেরই সলীল সমাধী হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা জানান, তারা শাহজাদপুর ও বেলকুচি উপজেলার শ্রমজীবি মানুষ। সবাই টাঙ্গাইলের করটিয়া ও মির্জাপুরে ধানকাটার জন্য যাচ্ছিল। নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলার জন্য এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি