ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কাঠালিয়ায় গৃহবধূর মৃত্যুর পর করোনা শনাক্ত

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ২৬ মে ২০২০

ঝালকাঠির কাঠালিয়ায় টুম্পা শীল নামে এক গৃহবধূর মৃত্যুর পরের দিন সোমবার দুপুরে তার করোনা পজেটিভ ছিলো বলে রিপোর্ট এসেছে। উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের সুমন শীলের মৃত স্ত্রী টুম্পার করোনা পজেটিভ রিপোর্ট আসার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উক্ত বাড়ীর ৯টি পরিবারকে লগডাউন করা হয়েছে।

এ বিষয়ে আমুয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান সিকদার সাংবাদিকদের জানায়, মৃত গৃহবধূ টুম্পা শীল দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভূগছিলেন। এর মধ্যে কয়েকদিন আগে জ্বর,কাশি ও শ্বাস কষ্টসহ করোনার লক্ষণ দেখা দিলে পরিবারের লোকেরা তাকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানে তার পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করা হলেও রবিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার সকালে পারিবারিকভাবে তার শেষকৃত্ত সম্পন্ন হলে দুপুরে মৃত টুম্পা শীলের করোনা পজেটিভ ছিলো বলে রিপোর্টে আসে। করোনা পজেটিভ থাকার এ সংবাদ ছড়িয়ে পরলে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পরে।
কেআই/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি