ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নাটোরে শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক, স্কুলছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৭, ২৬ মে ২০২০

নাটোর ম্যাপ

নাটোর ম্যাপ

নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রানা ফকির (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর সদরের আনন্দ নগর গ্রামে। শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

নির্যাতিত শিশুর বাবা জানান, ঈদুল ফিতর উপলক্ষে পার্শ্ববর্তী বামনকোলা গ্রামের মিলন হোসেনের শিশু সন্তান মেহেদী (৮) আমাদের বাড়িতে তার মায়ের সাথে বেড়াতে আসে। দুপুরে আমার মেয়ে ভাত খেতে বসে। এমন সময় মেহেদী আমার শিশু কন্যাকে বলে রানা তোমাকে ডাকছে। ওই সময়ে মেহেদী তাকে রানার কাছে নিয়ে যায়। এ সময় রানা কৌশলে মেহেদীকে দূরে খেলতে বলে পাশের নির্জনস্থানে গণনা খেলার কথা বলে ওই শিশুকে চোখ বেঁধে মুখে তরল জাতীয় কিছু ঢেলে দিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে শিশু মেহেদী এগিয়ে গেলে অভিযুক্ত রানা ফকির তাদের রেখে পালিয়ে যায়। পরে দুপুরে ঘটনাটি তার মাকে জানায়। জিজ্ঞাসাবাদে রানা এলাকাবাসীর কাছে তার অপকর্মের কথা স্বীকার করেছে বলেও জানায় স্থানীয়রা।

এ ঘটনায় শিশুটির পিতা জাকির হোসেন বাদী হয়ে সোমবার (২৫ মে) সন্ধ্যায় গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই রাতেই গুরুদাসপুর থানার এস আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রানা ফকিরকে আটক করে। সে ওই গ্রামের ইমদাদুল ফকিরের ছেলে।

অন্যদিকে, বড়াইগ্রামে ধান মাড়াই মেশিনের (কম্বাইন্ড হার্ভেষ্টার) নিচে চাপা পড়ে পিয়াস আহম্মেদ (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চাপমটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস চামটা গ্রামের খলিল আহমেদের ছেলে এবং জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

জোনাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, পিয়াস তাদের নিজস্ব ধান মাড়াই মেশিন নিয়ে বিলে যাচ্ছিল ধান মাড়াই করতে। পথে চামটা বিলের মাঝে উঁচু ব্রিজে উঠতে গিয়ে মেশিনটি উল্টে অনেক নিচে খাদে পড়ে যায়। এসময় মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পিয়াসের মৃত্যু হয়। 

তিনি বলেন, পিয়াস অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি