ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ঝড়ে মাসহ দুই শিশুর মৃত্যু 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৪, ২৭ মে ২০২০ | আপডেট: ১৩:০৪, ২৭ মে ২০২০

Ekushey Television Ltd.

জয়পুরহাটে আবারও কাল বৈশাখী ঝড়ের তাণ্ডব ও ভারি বর্ষণে বিদ্ধস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। এতে দেয়াল চাপায় মাসহ দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। 

মৃতরা হলেন, ক্ষেতলাল পৌর এলাকার খলিশাগাড়ি এলাকার জয়নালের স্ত্রী শিল্পী (২৭), দুই শিশু নেওয়াজ (০৭) ও নিয়ামুল (০৩)।

জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে শুরু হয় ঝড়। এসময় ভারি বর্ষণও হতে থাকে। এতে জয়পুরহাট সদর, কালাই ও ক্ষেতলাল উপজেলার বেশ কিছু ঘরবাড়ি, বিদ্ধস্ত ও গাছপালা উপড়ে যায়। এসময় খলিশাগাড়িতে ওই নারী তার শিশুদের নিয়ে বাড়িতে ছিলেন। হঠাৎ মাটির দেয়াল পড়ে গেলে এতে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি