ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শেবাচিমে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:২০, ২৭ মে ২০২০

বরিশালে করোনা উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। 

মৃত দু’জন ৫৫ বছর বয়সী একজন পুরুষ ও ৫০ বছর বয়সী এক নারী। একজনের বাড়ি বাকেরগঞ্জে, অপরজনের পটুয়াখালীর কলাপড়া উপজেলায়। দু’জনকেই মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই মারা যান তারা। পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।  

এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে উপসর্গে ২৩ জনের মৃত্যু হলো। আর সরাসরি করোনায় মৃত্যু হয়েছে দু’জনের। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৪ জেলায় এক পুলিশসহ ২১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে।  এর মধ্যে বরিশালেই পুলিশসহ ১৪ জন। আর পিরোজপুরে ১,  বরগুনা ও ঝালকাঠিতে ২ জন করে।  

এ নিয়ে বিভাগের ৬ জেলায় আক্রান্তের সংখ্যা ৪০৫ জনে দাঁড়িয়েছে। বিভিন্ন  হাসপাতালে চিকিৎসাধীন ১৪০ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ১৩১ জন।  

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি