ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে স্বাস্থ্যকর্মীসহ আরও ২ জনের করোনা শনাক্ত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৪৯, ২৭ মে ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলায় এক স্বাস্থ্যকর্মীসহ আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এর মধ্যে এক মারা গেছেন ২ জন। যাদের একজন পুরুষ, অপরজন নারী। 

নতুন করে শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এ্যাটেডেন্ট ও আরেকজন লটাখোলা এলাকার বলে জানা গেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার রিবা।

তিনি জানান, ‘গত বৃহস্পতিবার (২১ মে) উপজেলা থেকে বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্য থেকে দুইজনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত হওয়া দুইজনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি