ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ২৭ মে ২০২০

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ার পাখির মোড় নামক স্থানে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়।

আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো কাসির (৩৫), আলম বাদশা (২৫) ও মো. ইমরান (২২)। এ ঘটনায় আহত ৮ জনকে স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (হায়েস) বাউশিয়ার পাখির মোড় থেকে ব্রিজ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থালে ২ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়। আহত ৮ জনকে ভবের চর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই গাইবান্ধার বাসিন্দা।

তবে নাসির উদ্দিন এদের মধ্যে কোন আত্মীয়তার সম্পর্ক আছে কি-না তা বলতে পারেননি। লাশগুলো ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা আছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। 

নিহত কাসির গাইবান্ধার মৃত আব্দুল জাব্বারের, বাদশা মৃত আব্দুল কুদ্দুসের এবং ইমরান ইদু মিয়ার পুত্র। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি