ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৭, ২৭ মে ২০২০ | আপডেট: ১৬:৩৯, ২৭ মে ২০২০

নড়াইলে বজ্রপাতে অষ্টম শ্রেণির ছাত্র অয়ন কুমার বিশ্বাসের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকাল ৮টার দিকে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম মাঠে ধান আনতে গিয়ে এ ঘটনা ঘটে। অয়ন রায়গ্রাম পূর্বপাড়ার রনজিত বিশ্বাসের ছেলে এবং আর কে কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

অয়নের প্রতিবেশি উত্তম সাহা জানান, বুধবার ভোরে বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। এ সময় বাড়ির পাশে ইছামতি বিলে বোরো ধান আনতে যায় অয়ন। পথিমধ্যে বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
 
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু মিয়া জানান, অয়ন মেধাবী শিক্ষার্থী এবং ভালো ফুটবলার ছিল। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি