ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় আরও ৩৪ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩১, ২৭ মে ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লায় নতুন করে ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০৭ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দেবীদ্বারে ১১ জন, নাঙ্গলকোটে ৫ জন, সিটি কর্পোরেশনে ১ জন, সদর দক্ষিনে ৭ জন, আদর্শ সদর ৪ জন, মনোহরগঞ্জ ২ জন, ব্রাহ্মনপাড়া ২ জন, বরুড়ায় ১ জন ও বুড়িচংয়ে ১ জন । এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ২২ জনের।  

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, বুধবার বিকাল পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭০৭ জন আর মৃত্যুবরণ করেছেন ২২ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৭০৭ জনের মধ্যে ১০০ জন সুস্থ হয়েছেন। 

কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ৭৭৫৯ জন ও রিপোর্ট পাওয়া গেছে ৭০০৮ জনের।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি