ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

নওগাঁর আমবাগান থেকে আদিবাসীর লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০০, ২৭ মে ২০২০

নওগাঁর সাপাহার উপজেলার ফুরকটিডাঙ্গা গ্রামের একটি আম বাগান থেকে দীনেশ ওরাও (৪২) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বাগানে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

দুপুরের দিকে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত দীনেশ উপজেলার তুলশীপাড়া গ্রামের মৃত ললিত ওরাও এর ছেলে। তবে স্থানীয়দের ধারনা অধিক চোলাইমদ পান করার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, দীনেশ এর  লাশের  ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চত করা যাবে বলেনও জানান তিনি।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি