ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় একদিনেই আক্রান্ত ৫০ 

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭, ২৮ মে ২০২০

বগুড়ায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৬ ও মহিলা ১৪ জন। যেখানে শিশু থেকে সত্তরোর্ধ্ব বয়স্ক বৃদ্ধও রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত বেড়ে ২৪০ জনে দাঁড়িয়েছে। 

বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে সদরে ৩৩, গাবতলীতে ৮, শাজাহানপুরে ৫, সোনাতলায় ২, কাহালু ও নন্দীগ্রামের একজন করে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে,  বুধবার তিন শিফটে নমুনা পরীক্ষা হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (শজিমেক) থেকে ২৮২টি ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়ার ১৬৬ জনের মধ্যে ৫০, জয়পুরহাটের ৪৮ জনের মধ্যে ১, সিরাজগঞ্জে ৬৫ জনের মধ্যে এক পুলিশ সদস্যের করোনা পজেটিভ আসে। 

অপরদিকে, জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১৮ জন। আক্রান্তদের মধ্যে প্রাণ গেছে একজনের। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২১ জন।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি