ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে আরও ৪ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২১, ২৮ মে ২০২০

ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৭ মে) রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্টে এ তথ্য জানা যায়। 

এর মধ্যে সদর উপজেলার রহিমানপুরে ২, পীরগঞ্জের ইনুয়া গ্রামে ১ ও হরিপুরের জীবনপুরে একজন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬৭ জনে দাঁড়াল। 

জেলায় আক্রান্তদের মধ্যে সদরে ১২, বালিয়াডাঙ্গীতে ১৮, রাণীশংকৈলে ৬, হরিপুরে ১৭ ও পীরগঞ্জে ১৪ জন। সংক্রমণ ছাড়িয়ে পড়লেও এখন পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটেনি। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। 

সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, ‘ঠাকুরগাঁও জেলা থেকে গত মঙ্গলবার ২৯ জনের ও পরদিন গতকাল ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ১ হাজার ৩৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি