ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮, ২৮ মে ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এক মুক্তিযোদ্ধার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাত হোসেন চৌধুরী তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিকাশ দত্ত (৬৫) নামের ওই মুক্তিযোদ্ধা উপজেলার সবুজবাগের ড্রামেরপুল সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে মারা যান। এক সপ্তাহ ধরে তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন বলে। 

তবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা, তা যাছাই করতে নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার রাতেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।  

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, ‘রাত গভীর হওয়ায় গার্ড অব ওনার দেয়া সম্ভব হয়নি। একটি ট্রাকে করে রাত দেড়টার দিকে তার লাশ শ্মশানঘাটে নিয়ে সৎকার করা হয়।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি