ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনায় জাসদ নেতার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২৮ মে ২০২০

করোনায় মারা গেলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক জিএস বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮)।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

গোলাম মোস্তফা বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের খলিলের মোড় এলাকার বাসিন্দা।

তার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

জাসদ নেতা রশিদুল আলম বাবু জানান, গোলাম মোস্তফা বাচ্চু গত ৫ মে কিডনি, হার্ট, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ১১ মে রাতে করোনা নমুনা পরীক্ষা করা হলে তার ফল পজিটিভ আসে। পরে তাকে ঢাকা কুর্মিটোলা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি