ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মোংলায় পণ্য ওঠানামা বিঘ্নিত, বিধ্বস্ত ঘরবাড়ি ও গাছপালা 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৮, ২৮ মে ২০২০

উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় আজ বৃহস্পতিবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। দুর্যোগপূর্ণ এই আবওহায় বিঘ্নিত হচ্ছে পণ্য ওঠানামার কাজ।   

বায়ুচাপের প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন সুন্দরবন উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। যা আরও ২/১ দিন ধরে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যেখানে তিন নম্বর সতর্ক বার্তা থেকে না বাড়লেও খুব সহসাই নামছে না বলেও জানানো হয়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এ প্রতিবেদককে জানান, ‘গত ২/৩ দিন ধরে এ এলাকাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ফলে বিঘ্নিত হচ্ছে বন্দরে অবস্থানরত ৮টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ।’
 
এদিকে বুধবার (২৭ মে) রাতে আকস্মিক ঝড়ে পৌর শহরের কুমারখালীসহ আশপাশ এলাকায় কাঁচা-পাকা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। 

কুমারখালী এলাকার বাসিন্দা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেন, ‘গত রাতের ঝড়ে তার নিজের অটো রাইস মিলের দেয়াল, গোডাউন ও দুটি টিনের ঘর বিধ্বস্ত হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি