ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভোলায় ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ২৮ মে ২০২০

ভোলায় লালমোহন ও চরফ্যাশন উপজেলার ৫টি ইউনিয়নের ঝড় ও টর্নেডোর আঘাতে দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় কয়েকশ গাছ ভেঙে পড়ে। উপড়ে পড়ে বিদ্যুতের পিলার। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে স্থানীয়রা। গতকাল রাত সাড়ে ৯টার দিকে এই ঝড় আঘাত হানে। কোন কিছু বুঝে ওঠার আগেই কয়েক মিনিটের মধ্যে অনেকের ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়। 

বিধ্বস্ত এলাকাগুলো হচ্ছে, লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদাপ্রসাদ, পিয়ারীমোহন, চরউমেদ ইউনিয়ন ও চরফ্যাশনের নূরাবাদ ইউনিয়নের ১ ও ৪ নং ওয়ার্ড চরতোফাজ্জল, নীলকমল ইউনিয়নের চর যমুনা ও ওসমানগঞ্জ ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকা। এছাড়াও, লালমোহনে একটি সরকারি প্রাইমারি স্কুলের ভবন ধসে পড়ে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান,  ‘বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে।’

আর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, আলগমীর হোসেন ও  আনোয়ার হোসেন জানান, ‘তাদের এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। রাতে বৃষ্টির কারণে কোন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। তাই, আজ সকাল থেকে সবকিছু ঠিক করার চেষ্টা চলছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি