ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বৌভাত খেয়ে ফেরার পথে নৌকাডুবি, মেয়ের বাবাসহ মৃত ৪

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ২৮ মে ২০২০ | আপডেট: ১৫:৩৮, ২৮ মে ২০২০

কুড়িগ্রাম ম্যাপ

কুড়িগ্রাম ম্যাপ

বৌভাত খেয়ে ফেরার পথে নৌকাডুবির ঘটনায় মেয়ের বাবাসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরলা নদীতে দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা অভিযান শেষে নিখোঁজ ওই ৪ জনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। এ ঘটনায় বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানায়, বুধবার (২৭ মে) সন্ধ্যার দিকে বৌভাত খেয়ে ৪০/৫০ জন একটি নৌকায় করে সাতভিটা থেকে কাশিমবাজারে ফেরার পথে ধরলা নদীতে বৃষ্টি আর ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বাকীরা উদ্ধার হলেও মেয়ের বাবাসহ ৪ জন নিখোঁজ হন। রংপুর এবং কুড়িগ্রামের ফায়ার সার্ভিসের ৩টি ডুবুরি দল আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উদ্ধার কাজ শুরু কর। দুপুর সোয়া ১২টার মধ্যে নিখোঁজ কনের বাবা নুর ইসলামসহ আমেনা বেগম, কামরুজ্জামান ও নুরু মিয়াকে উদ্ধার করতে সক্ষম হয়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মনোরঞ্জন সরকার জানান, বৃহস্পতিবার সকাল থেকে রংপুর এবং কুড়িগ্রামের ৩টি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অভিযানে নিখোঁজ সবার মরদেহ উদ্ধার করা হয়। পরে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি