ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে করোনাক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৪৭, ২৮ মে ২০২০

ঢাকার নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে গৌরাঙ্গ বণিক নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়। 

৪৮ বছর বয়সী ওই ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ অনুপ। মৃত গৌরাঙ্গ উপজেলার নতুন বান্দুরা গ্রামের বণিক পাড়ার বাসিন্দা এবং পুরাতন বান্দুরা বাজারের ব্যবসায়ী।

ডা. অনুপ জানান, ‘করোনায় আক্রান্ত হলে গত ২১ মে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সোয়া ১১টায় তিনি মারা যান। সরকারি বিধি মেনে তার সৎকারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি