ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ২৮ মে ২০২০

নাটোরের বাগাতিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সিনহা নামের সাত বছরের এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। 

জানা গেছে, উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর দিঘাপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে নাটোর সদর উপজেলার পাইকোরদৌল জাঠিয়ান গ্রামের জালাল উদ্দিনের ছেলে সিনহা। গতকাল বুধবার বিকেলে নিখোঁজ হয় ওই শিশু। অনেক খোঁজাখুজির পরও পাওয়া যাচ্ছিল না তাকে। 

পরে আজ সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুব রহমান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি