ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

গাজীপুরে করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৪, ২৮ মে ২০২০

গাজীপুরে কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে, করোনাতঙ্কে কেউ লাশের কাছে যেতে চাচ্ছে না। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। 

বুধবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়িতে মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি পৌর এলাকার বড়নগর গ্রামের নিজ মৃত রফিক মিয়ার স্ত্রী।  

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পলিকল্পনা কর্মকর্তা ছাদেকুর রহমান আকন্দ ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ‘গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই বৃদ্ধা। বুধবার দিবাগত রাতে তিনি মারা যান। তবে, করোনায় আক্রান্ত ছিলেন কিনা আমাদের জানা নেই। তাই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বিধি মোতাবেক লাশ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি