ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে আ.লীগের দু`পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ২০

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১২, ২৮ মে ২০২০

বাগেরহাটের মোল্লাহাটে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে বাদশা সরদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) বিকেলে মোল্লাহাটে উপজেলার গাংনি রহমত পাড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

এতে কমপক্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধায় বাদশা সরদার মারা যায়। নিহত বাদশা সরদার গাংনি রহমতপাড়া এলাকার সালেক সরদারের ছেলে।

আহতরা হলেন, ইসমাইল খান (১৮),হাবিব মল্লিক (২০),আলমগীর সরদার (৫০), বাচ্চু মল্লিক (৩৫), আলমগীর শেখ (৪০), ওয়াহিদ সরদার (৫৫), সাইফুল ইসলাম (১৫), আব্দুল্লাহ শিকদার (২৬), রমজান (২৫), রিয়াজ মোল্লা (২০), সবেদ আলী (৩৫),আবেদ আলী (৩৮), রনি হাসান (৩৯),  মিঠু শেখ (৪০) ও তার স্ত্রী, ছেলেও আহত হয়েছেন।  আহতদের মোল্লাহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঈদের দিন সকালে স্থানীয় ঈদগাহ মাঠে জসীম নামক এক যুবকের সাথে বেলুন উড়ানোর সময় আরও কয়েকজন জড়ো হয়। এসময় জসীম কয়েকটি ছেলেকে মারধর করে। পরে এই খবর পেয়ে জাকিরের লোকজন এসে জসীমকে মারধর করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার জেরে পরদিন শহীদুল এর পক্ষের লোকজন পাল্টা জাকির পক্ষের মিজানুর রহমানকে মারধর করলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

বুধবার বিকেলে জাকির পক্ষের বাদশা সরদার বাজার করে ফেরার পথে হামলার শিকার হন। এখবর ছড়িয়ে পড়লে ঢাল সুরকিসহ দেশিয় ধারালো অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিহত বাদশা সরদারের বড়ভাই ফিরাঙ্গী সরদার বলেন, বাদশা সরদার বাজার করে বাড়ি ফেরার পথে স্থানীয় মিঠু শেখ এর নেতৃত্বে ১০-১২ জনের একটি অস্ত্রধারী দল তার ওপর হামলা চালায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম কবির বলেন,স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাদশা সরদার নামের একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। ফের সংর্ঘষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
কেআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি