ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় আরো শনাক্ত ৭০, মোট আক্রান্ত ৭৮১

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫১, ২৮ মে ২০২০

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়

কুমিল্লায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৭০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৮১ জনে। যারমধ্যে মৃত্যুবরণ করেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ১০০ জন। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে- মুরাদনগরে ১৫ জন, বুড়িচংয়ে ২০ জন, চান্দিনায় ১৭ জন, আদর্শ সদরে ৬ জন, লাকসামে ৭ জন, লালমাইয়ে ২ জন, হোমনায় ২ জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন। 

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। আর মৃত্যুবরণ করেছেন ২৩ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৭৮১ জনের মধ্যে ১০০ জন সুস্থ হয়েছেন। 

জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে ৮১৫৪ জনের। যার মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৭৪৩৫ জনের।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি