ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে আরও ৮ করোনা রোগী শনাক্ত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২০:৩৩, ২৮ মে ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮ রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ জনে। 

উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে পাওয়া পরীক্ষার ফলাফলে ওই আটজন শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

আক্রান্তদের তিনজন উপজেলার বান্দুরা, দুইজন যন্ত্রাইল, একজন জয়কৃষ্ণপুর, একজন বাহ্রা ও একজন চুড়াইন ইউনিয়নের বাসিন্দা। 

ডা. অনুপ জানান, নতুন আক্রান্তরা বিভিন্ন বয়সী। এদের মধ্যে গত সোমবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসলোশনে মারা যাওয়া চুড়াইন ইউনিয়নের ভজন রাজবংশী (৫০) রয়েছেন।
 
উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন ও মৃত্যুবরণ করেছেন দুইজন।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা.অনুপ জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের  স্বজনদের  হোম কোয়ারেন্টাইনে রাখা হবে ও প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি