ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পত্নীতলায় ট্রাক চাপায় দুই ভাই নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৭, ২৯ মে ২০২০

নওগাঁর পত্নীতলায় দ্রুতগামী ট্রাকের চাপায় ধান বোঝাই পাওয়ার ট্রলির যাত্রী দুই ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলায় খড়াইল মোড় নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মাহাবুব (৪২) ও আনোয়ার হোসেন(৪০)। তারা উপজেলার চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে। এ ঘটনায় ট্রলির চালকসহ আহত হয়েছেন আরও তিনজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, ‘সকাল ৮টার দিকে মাহাবুব ও আনোয়ার পাওয়ার ট্রলিতে ধান বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে পত্নীতলার মধইলহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পাওয়ার ট্রলির সামনে সাইকেল আরোহী মকবুল হোসেনকে (৩৮) ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী ট্রাক পাওয়ার ট্রলিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় এবং পাওয়ার ট্রলির চালক ফারুক হোসেন (৩০), তার বাবা কালু মন্ডল (৫৮) এবং সাইকেলারোহী মকবুল হোসেন আহত হন।’
 
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি