ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৫, ২৯ মে ২০২০

মাদারীপুর সদর উপজেলার হাজিরহাওলা এলাকায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। এই ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। নিহত নুর আলম একই এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে।

জানা গেছে, স্থানীয় ইলিয়াস হাওলাদার ও কালাম দারোগা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ কালাম দারাগার লোকজন ইলিয়াস হাওলাদারের কর্মী নুর আলমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান নুর আলম। 

গভীর রাতেই নিহতের খবর এলাকায় পৌঁছলে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। ইলিয়াস হাওলাদারের লোকজন গতরাত ৩টা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এলাকার কমপক্ষে ১৫টি ঘরবাড়ি পুড়িয়ে দেয়। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি