ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৬, ২৯ মে ২০২০

মাদারীপুরে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন থাকা এক রোগীর মৃত্যুর হয়েছে। আজ শুক্রবার সদর হাসপাতালে যারা যান তিনি। 

মৃত ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি সদর উপজেলার হাউসদি গ্রামের বাসিন্দা। গত বুধবার (২৭ মে) সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। 
 
তবে, করোনায় আক্রান্ত ছিলেন কী-না, তা নিশ্চিতে নমুনা সংগ্রহ করে সেদিনই ঢাকায় পাঠানো হয়। তবে, রিপোর্ট পাওয়ার আগেই মারা গেলেন তিনি।  

এদিকে, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম। এতে মোট আক্রান্ত বেড়ে শতকে পৌঁছেছে। 

এআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি